Download Now Banner

This browser does not support the video element.

খড়গপুর ১: খড়্গপুরে আয়োজিত হল ব্লক কংগ্রেসের কর্মীসভা, নব নিযুক্ত সভাপতিকে সম্বর্ধনা জানানো হলো সভায়

Kharagpur 1, Paschim Medinipur | Aug 31, 2025
খড়গপুর -১ ব্লক কংগ্রেস কমিটির  কর্মীসভা অনুষ্ঠিত হয় কালাইকুন্দা অঞ্চলের পাশে কংগ্রেস কার্যালয়ে। এদিনের এই সভায়  সভাপতিত্ব করেন সভাপতি দিলীপ দাস। সভার মাধ্যমে নবনিযুক্ত জেলা কংগ্রেস সভাপতি দেবাশীষ ঘোষকে অভ্যর্থনা জানান খড়গপুর -১ ব্লক কংগ্রেস নেতা  দিলীপ দাস, জেলা কংগ্রেস নেতা  সূর্য কুমার বেরা, যুব নেতা সৈকত বেরা, সঞ্জয় বাসকে ও  অন্যান্য ব্লক কংগ্রেস  ও  জেলা কংগ্রেস নেতৃত্ববৃন্দ।   সভায়  ব্লক মহিলা কংগ্রেস সভাপতি শিবানী সরকার ও  অঞ্চল সভাপতি।
Read More News
T & CPrivacy PolicyContact Us