সতর্কতা সচেতনতা অভিযান এর অংশ হিসেবে বৃহস্পতিবার মালদার ডিআরএম অফিসের কনফারেন্স হল-এ একটি বিশেষ কর্মসূচি আয়োজিত হয়। মালদা বিভাগের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শ্রী মণীশ কুমার গুপ্ত-এর দিকনির্দেশনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নেতৃত্ব দেন প্রভীন কুমার, সিনিয়র বিভাগীয় অর্থ ব্যবস্থাপক, মালদা। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় মালদা বিভাগের হিসাব শাখা দ্বারা। এবারের প্রচারণার মূল বার্তা ছিল – “সতর্কতায় অংশগ্রহণ করুন – সততা উন্নীত করুন, স্বচ্ছতা নিশ্চিত করুন।