রাজ্য এবং দেশের গর্ব TSR বাহিনীর এক জোয়ানের টুপি শনিবার সকালে গড়াগড়ি খাচ্ছে জাতীয় সড়কে।বিষয়টি দেখতে পেয়ে চড়িলামের নিবাসী জ্যোতির্ময় সাহা গর্বের বাহিনীর সেই টুপি বিশালগড় থানায় এসে কয়েকজন TSR বাহিনীর হাতে তুলে দিয়েছেন।TSR বাহিনী সেই ব্যক্তিকে ধন্যবাদ জানিয়েছে।