শামুকতলা থানার উত্তর পারোকাটা এলাকা থেকে ম্যাজিস্ট্রেট সহ এক ঝাঁক পুলিশ কর্তার উপস্থিতিতে উদ্ধার হয়েছে ব্যবসায়ীর বাড়ি থেকে গাঁজা। সুযোগ বুঝে বাড়ি থেকে পালিয়ে গেছেন ব্যবসায়ী। গোপন খবরের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টা থেকেই বাড়ি ঘেরাও করে পুলিশ। উদ্ধার করা হয় প্রায় তিন কেজি গাঁজা ঘর থেকে। উৎসুক জনতার ভিড় বেড়েছিল বাড়ির সামনে গাঁজা দেখার জন্য।