বৃহস্পতিবার দুপুর 3 ঘটিকায় তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার তেলিয়ামুড়া পরিষদের অন্তর্গত চার ও পাঁচ নং ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করে। উনার সঙ্গে ছিলেন 5 নং ওয়ার্ডের কাউন্সিলর বিমল রক্ষিত সহ তেলিয়ামুড়া পুর পরিষদের ইঞ্জিনিয়ার। কাজের গুণগত মান ঠিক আছে কিনা পরিদর্শনকালে তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার দেখে আসেন।