রবিবার রাত প্রায় এগারোটা নাগাদ চন্ডীতলার হাটপুকুর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। রাত প্রায় আটটা - সাড়ে আটটা নাগাদ চন্ডীতলা থানার হাটপুকুর মোর সংলগ্ন বড় শাখো এলাকায় রাস্তার ধারে একটি রক্তাক্ত স্কুটি দেখতে পান স্থানীয়রা। এই সূত্র ধরে প্রায় তিন ঘণ্টা তল্লাশির পর উদ্ধার হল এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। ব্যক্তির পরিচয় আপাতত জানা যায়নি, ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যায় পুলিশ।