আজ ২৭ শে আগষ্ট SFI VISVA-BHARATI LOCAL COMMITTEE-র পক্ষ থেকে LOCF ড্রাফটের বিরোধিতা এবং শিক্ষা সংক্রান্ত আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু—যেমন NEP 2020 অনুযায়ী ইন্টার্নশিপে টাকা নেওয়ার প্রক্রিয়া—এই সবের বিরুদ্ধে উপাচার্যের কাছে একটি ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেওয়া হয়।কিন্তু বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসের গেটে আন্দোলনকারীদের প্রবেশে বাধা দেওয়া হয়। যেই গেট দিয়ে প্রতিদিন ছাত্রছাত্রীদের অবাধ প্রবেশাধিকার রয়েছে, সেখানেই আন্দোলনকারীদের আটকানো হয়। দীর্ঘক