এস আই আর এর বিরোধিতা জানিয়ে দিনহাটা শহরে পথসভা এসইউসিআইয়ের। রবিবার রাত সাড়ে আটটা দিনহাটা শহরের সংহতি ময়দান সংলগ্ন এলাকায় এসইউ সি আই এর পথসভা হয়। মূলত দেশজুড়ে নির্বাচন কমিশন যে আতঙ্ক দেখিয়েছে সাধারণ মানুষকে এস আই আর এর নামে তা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে আন্দোলনে তারা। এই নিয়ে মানুষকে সচেতন করবার লক্ষ্যে পথসভা বলে দাবি নেতৃত্বের।