অন্যদিকে, উচ্চ মাধ্যমিকে দশম স্থান অধিকার করার পর, রাজ্য জয়েন্টে ষষ্ঠ স্থান অধিকার করলেন মেদিনীপুর শহরের সাগ্নিক পাত্র। শহরের ধর্মা সংলগ্ন বিবেকানন্দ নগর এলাকার বাসিন্দা সাগ্নিক অবশ্য ইতিমধ্যেই JEE Advance-এ ৩৭৩ র্যাঙ্ক (AIR-373) করে IIT খজ্ঞাপুরে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে সদ্য ভর্তি হয়েছেন। JEE মেইনসে সাগ্নিকের র্যাঙ্ক ছিল ১৪৫। শৈশব থেকেই মেধাবী সাগ্নিক মাধ্যমিকেও ভালো ফল করেছিলেন। পেয়