বোরো থানা এলাকায় অস্বাভাবিক মৃত্যু হলো এক পৌঢ়ের।বুধবার বেলা ২ টা নাগাদ বোরো থানার পুলিশ সূত্রে জানা যায় বোরো এলাকার অন্তর্ভুক্ত বোরো জারাগড়া অঞ্চলের বোরো এলাকা থেকে এক পৌঢ়ার অচৈতন্য দেহ উদ্ধার করে পুলিশ।পুলিশ জানায় দেহটি বসন্তপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মৃতের নাম উমেশ মাহাতো।দেহটি ময়নাতদন্তে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।