মহাসমারহে জটেশ্বরে পালিত হল নবী দিবস। শুক্রবার বৃষ্টিকে উপেক্ষা করে ফালাকাটা ব্লকের জটেশ্বরে শোভাযাত্রার আয়োজন করা হয়। ওই শোভাযাত্রাটি জটেশ্বর সুপার মার্কেট হয়ে জটেশ্বর বাজার হয়ে ঢেনারপুল হয়ে জটেশ্বর সাহা পাড়া মোড় এলাকায় এসে শেষ হয়। এদিনের ওই শোভাযাত্রায় বহু মানুষ অংশ নেন।