ত্রিপুরার ইতিহাসে এই প্রথমবারের মতো অমরপুর আরডি ব্লক কর্তৃক আয়োজিত মেগা দিব্যাঙ্গ শিবির অনুষ্ঠিত হয় শুক্রবার। যে শিবিরে দিব্যাঙ্গদের জন্য ফিজিক্যালি সার্টিফিকেট, PRTC, আধার কার্ডসহ সমস্ত বৈধ কাগজপত্র প্রদান করা হয়। মেগা দিব্যাঙ্গ অনুষ্ঠানের শুভ সূচনা করেন অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস, ব্লক আধিকারিক উৎপল দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুচিত্রা দাস, BAC চেয়ারম্যান রবিএ জমাতিয়াসহ অন্যান্য অতিথিবর্গরা।