চুরির অভিযোগের গ্রেফতার এক অভিযুক্ত ঢোলাহাট এলাকার ঘটনা পুলিশ সূত্রে জানা গেছে ওই অভিযুক্ত গতকাল ঢোলাহাট এলাকায় এক গৃহস্থের বাড়িতে আনুমানিক ত্রিশ হাজার টাকার সোনার জিনিস চুরি করে এমনই অভিযোগ দাঁড় করে গৃহেস্তের মালিক ঢোলাহাট থানা পুলিশ গতকাল ঢোলাহাট এলাকা থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করে আজ আদালতের পেশ করলে বিচারক অভিযুক্ত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।