সম্প্রতি পাঁশকুড়ার কেশাপাটে মদ দোকানের সামনে জবা ফুল তুলতে গিয়ে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করে মদদোকানি | মারধরের ফলে গুরুতর অসুস্থ হয়ে সে এখন চিকিৎসাধীন, দোকানদারের বিরুদ্ধে এলাকাবাসীরা গতকাল রাতে বিক্ষোভ দেখায় ,এলাকাবাসীদের দাবি অবৈধ মদ দোকান বন্ধ করতে হবে ,আজ সকালে তমলুক সাংগঠনিক জেলা কংগ্রেস সভাপতি কল্যাণ রায় দাবি তুলেছেন পুলিশ প্রশাসন সঠিক তদন্ত করে দোষের শাস্তির বিধান করুক |