একি কাণ্ড, কি এমন ঘটলো যে শাসক দলের ব্লক সভাপতি ভাতার ব্লক হসপিটালে ক্ষারকলিপি প্রদান করলেন, কথায় কথায় রেফার মানছি না, তাই ব্লক স্বাস্থ্য আধিকারিক কে স্মারক লিপি প্রদান করলাম জানালেন ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বৃহস্পতিবার চারটের সময়। কথায় কথায় রেফার, মাঝেমধ্যে এক্স-রে মেশিন খারাপ, কিছু ডাক্তার বাবু নির্দিষ্ট প্যাথলজিতে পরীক্ষা-নিরীক্ষা করতে বলছেন, তাই স্মারকলিপি প্রদান করলাম।