ধৃতের নাম রণজিৎ সাঁতরা। রায়না থানার শুকুর গ্রামে তার আদি বাড়ি। বর্তমানে সে রায়না থানারই সাদিপুরে থাকে। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় জড়িত থাকার কথা ধৃত কবুল করেছে বলে পুলিশে দাবি। ধৃতকে বৃহস্পতিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে শুক্রবার ধৃতকে ফের আদালতে পেশের নিের্দশ দেন সিজেএম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুকুর গ্রামের বাসিন্দা দেবাশিস সাঁতরা বুধবার সকালে ঘরের কাঠামোর কাজের জন্য বাড়ি থেকে জামালপুর পড়ায় লেখা যায