হাওড়ার জয়পুর বিলের কাছে সার্ভিস রোডে জল জমে থাকার কারণে গর্তে পড়ে উল্টে গেল একটি মাল বোঝাই লরি। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে শুক্রবার আনুমানিক তিনটে কুড়ি নাগাদ জয়পুর বিলের কাছে সার্ভিস রোড দিয়ে ওই মাল বোঝার লরিটি যাওয়ার সময় রাস্তায় জল জমে থাকার জন্য গর্ত না বুঝতে পেরে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টে যায় পুলিশের পক্ষ থেকে লরিটিকে ক্রেনের মাধ্যমে তোলার ব্যবস্থা করা হয়েছে।