। নিপুন ত্রিপুরা মিশনের তৃত্বীয় বছর পূর্তি উপলক্ষ্যে শিক্ষাদপ্তরের উদ্দ্যোগে তিনমাস ব্যাপী একগুচ্ছ কর্মসূচী হাতেনেওয়াহয়। এই কর্মসূচীর মধ্যে রয়েছে শিক্ষক অভিভাবক আলোচনাসভা, ছাত্র ছাত্রীদের শিক্ষার মানউন্নয়নে শিক্ষকদের নিয়ে শিক্ষা প্রদানের বিশেষ দিকগুলো আলোচনা করা ও র্যালি সংগঠীত করা। এই কর্মসূচীর অঙ্গহিসাবে বৃহস্পতিবার শান্তির বাজার মহকুমার গার্ধাং এস বি স্কুলে অনুষ্ঠীত করাহয় নিপুন র্যালি।