ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বহু তল থেকে পড়ে মৃত্যু হল মহিলা পরিযায়ী শ্রমিকের।চেন্নাই স্বামীর সহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ৮ তলা বিল্ডিং এর উপরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন মুসকান খাতুন নামে ওই মহিলা শ্রমিক।পড়ে গিয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়।বুধবার গঙ্গা দেবী গ্রামে দেহ ফিরে আসলে দেহ কবর দেওয়া হয়েছে।পরিবারের প্রতি সমবেদনা এবং সরকারি সব রকম সহযোগিতা পেতে পাশে থাকার বার্তা রাখলেন বিধায়ক আব্দুর রহিম বক্সি।মৃত মহিলার এক বছরের কন্যা সন্তান রয়েছে।