বালুরঘাটের একটি সরকারি হোম থেকে তিন নাবালক পালিয়ে যাওয়ার ঘটনার পর তৎপর হলো পুলিশ। অবশেষে মানিকচক ঘাট এলাকা থেকে ওই তিন নাবালকে ধরে ফেলল মানিকচক থানার পুলিশ।। জানা গেছে রবিবার গভীর রাতে বালুরঘাটের সুভায়ন হোম থেকে এই তিন নাবালক পালিয়ে যায়।সোমবার গভীর রাতে মানিকচক ঘাটে এই তিন নাবালককে দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করে এবং গোটা বিষয়ে বুঝতে পেরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। এদিকে বালুরঘাট থানায় খবর দেওয়া হলে পুলিশের একটি দল তিন নাবালককে থানা থেকে নিয়ে যায়।