করিমপুরের নাটনা ডাকবাংলো-কে নতুন করে সাজাতে পরিদর্শনে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, ২০১৭ সালে সুব্রত মুখার্জী যখন পঞ্চায়েত মন্ত্রী ছিলেন তখন করিমপুর এসে নাটনা- র ডাকবাংলো দেখে কথা দিয়েছিলেন এটিকে নতুনভাবে সাজিয়ে দেবেন কিন্তু তারপরই তিনি প্রয়াত হন তবে তাঁর দেওয়া সেই কথাকে বাস্তবে রূপ দিতে আজ নাটনা ডাকবাংলো পরিদর্শনে যান কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সহ নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর এবং একাধিক সরকারী আধিকারিকরা আর আজ দুপুর ১২ টা না