বিনপুর 2 ব্লক অর্থাৎ বেলপাহাড়ী ব্লকের ভেলাইডিহা অঞ্চলের মেছুয়া গ্ৰামে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে এলাকার বেহাল রাস্তার জন্য এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন বিনপুর 2 ব্লকের বিডিও সুমন ঘোষ। স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার দুপুর নাগাদ মেছুয়াতে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শনে যান বিডিও। সেখানে এলাকাবাসীরা মেছুয়া এলাকায় বেহাল রাস্তার জন্য বিডিও বিক্ষোভ দেখাতে থাকেন।