নাগরাকাটা ব্লকের ডায়না রেলসেতুর কাছে ডায়না নদীতে ভেসে এক শিশুর কংকাল সার দেহ উদ্ধার করল পুলিশ।এঘটনায় ঐ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে এদিন স্থানীয় বাসিন্দারা নদীর মধ্যে দেহটি দেখতে পায়। এরপরই পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। এদিন বিকেল পাচটা নাগাদ নাগরাকাটা থানার আইসি কৌশিক কর্মকার ফোনে জানিয়েছেন শিশুটির বয়স আনুমানিক ৭ বছর হবে। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।