শালবনির জয়পুর এস টি এস সি অ্যান্ড বিসি হাই স্কুলে আয়োজিত হয় সারা বাংলা আন্তঃ বিদ্যালয় কুইজ প্রতিযোগিতা ২০২৫। কুইজিয়াম সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা এ বছর ছিল সপ্তম তম বর্ষ। শিক্ষক শ্রী দীনবন্ধু জোতদার স্মৃতিতে প্রতি বছর এই কুইজ প্রতিযোগিতা আয়োজিত হয়। এদিন এই প্রতিযোগিতায় মোট ৩২ টি স্কুল অংশগ্রহণ করেছিল। মেদিনীপুর কলেজিয়েট স্কুল প্রথম স্থান অধিকার করে চ্যাম্পিয়ন হয়।