হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত জনমদল গ্রামে ভয়াবহ আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের দুটি বাড়ি। ক্ষতিগ্রস্ত দুই ভাইয়ের পরিবারের সাথে দেখা করতে তাদের বাড়িতে পৌঁছে গেলেন মালদা জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। মহসিন আলী নামে ওই ব্যক্তি ও তার ভাইয়ের বাড়ি আগুনে পুড়ে ছাই হয়েছে। রান্না করতে গিয়ে আগুন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দুই ভাইয়ের দুটি বাড়ি পুড়ে যাওয়ায়। সরকারিভাবে যাতে সহযোগিতা পায় তার বার্তা কর্মাধক্কর।