ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (NIRF) ২০২৫-এ দেশের সেরা কলেজগুলির তালিকায় ৪২তম স্থান অর্জন করেছে মেদিনীপুর কলেজ। ২০২৩ সালে ৭৩তম ও ২০২৪ সালে ৩২তম স্থানে থাকার পর এ বছরও শীর্ষ তালিকায় জায়গা ধরে রাখল এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। অধ্যক্ষ সত্যরঞ্জন ঘোষ জানিয়েছেন, শিক্ষার মান ও গবেষণার ফলেই এই সাফল্য, লক্ষ্য আরও উন্নতি।