মেরিট পয়েন্ট ৮৩.৬৭ তবুও অযোগ্যদের তালিকায় নাম বীরভূম বিজেপিনেতার স্ত্রীর নাম। অথচ মেরিট পয়েন্ট ৭৭ তিনি থেকে গেলেন যোগ্যদের তালিকায়। এমনটাই দাবি করে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুললেন এসএস সির অযোগ্যদের তালিকায় স্ত্রীর নাম থাকা বীরভূমের বিজেপি নেতা সুরজিৎ সরকার। সোমবার বিকেল পাঁচটা নাগাদ বীরভূমের রামপুরহাট শহরে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ তুললেন ।