মানবাজার এলাকার বিভিন্ন বেহাল রাস্তাঘাট সহ জরাজীর্ণ ব্রিজ নির্মানের দাবিতে মানবাজার এক নম্বর ব্লকের কেশ্যা মোড়ে পথ অবরোধ করল লোক সেবক সংঘ। বৃহস্পতিবার সকাল ৮.৩০ টা থেকে পথ অবরোধ শুরু হয়। এদিন অবরোধের জেরে আটকে পড়ে অনেক যানবাহন। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দা থানার পুলিশ।এখনও অবরোধ চলছে।খবর দেওয়া হয়েছে ব্লক প্রশাসনকে।