নিউ মাল জংশন ও ডামডিম স্টেশনের মাঝে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। পুলিস সুত্রেই জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম গৌতম মোহন্ত (৫০)। তার বাড়ি মালবাজার পুর এলাকার ১৪ নম্বর ওয়ার্ড প্রমোদনগর কলোনিতে।জানা গিয়েছে দিন চারেক আগে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন এই ব্যক্তি। দুইদিন পর নিজেই বাড়ি ফিরে এসেছিলেন তিনি। এদিন ট্রেনের ধাক্কায় তারই ছিন্ন ভিন্ন দেহ উদ্ধার হল। জানা গিয়েছে ডাউন আনন্দবিহার এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় তার।