"আমাদের পাড়া, আমাদের সমাধান" শিবির অনুষ্ঠিত হল আউশগ্রামের ভাটগোন্না রক্ষাকালী প্রাথমিক বিদ্যালয়ে। বৃহস্পতিবার আনুমানিক দুপুর ২টা নাগাদ শিবিরে হাজির হন এলাকার বিধায়ক অভেদানন্দ থান্দার। সঙ্গে ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা দিগনগর-১ অঞ্চল তৃণমূলের সভাপতি মাধব রায় সহ অনান্যরা। জানা গিয়েছে, শিবির ঘিরে এলাকাবাসীদের মধ্যে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যায়। দিগনগর-১ পঞ্চায়েতের ২২৭ ও ২২৮ নম্বর বুথের মানুষের সুবিধার্থে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়।