একদিকে প্রতিকূল আবহাওয়া আর অন্যদিকে কর্মীর অভাবে ভূমি সংস্কার দফতরের নজরদারিতে ঘাটতি । আর তারই সুযোগ নিয়ে প্রকাশ্য দিবালোকে বে আইনি ভাবে মাটি কেটে ট্রাক্টরে করে পাচার করা হচ্ছিল অন্যত্র। বিশেষ সূত্রে সেই খবর পেয়ে অবশেষে বাঁকুড়ার ছাতনা থানার লোহাগড় মোড় এলাকা থেকে মাটি বোঝাই দুটি ট্রাক্টর আটক করল ভূমি সংস্কার দফতর। ট্রাক্টর দুটিকে আটক করে পাচারকারীর সন্ধান শুরু করেছে ভূমি সংস্কার দফতর।