বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপি বিধায়কদের হেনস্থার প্রতিবাদে হেমতাবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি নেতৃত্ব। শুক্রবার হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হন বিজেপি নেতৃত্ব রা। বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার সহ সৌমিতা সরকার, দেবব্রত ব্যানার্জি সহ অন্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচি তে।