কোচবিহার জেলায় প্রায় ছয় বছর পর কংগ্রেসের জেলা সভাপতি নির্বাচিত হলেন বিশ্বজিৎ সরকার। নবনির্বাচিত জেলা সভাপতি হবার পর মঙ্গলবার দুপুরে তাকে কোচবিহার জেলা কংগ্রেস কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কোচবিহার জেলা কংগ্রেস কমিটি। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে নবনির্বাচিত কংগ্রেস জেলা সভাপতি বিশ্বজিৎ সরকার জানান, কোচবিহারের শাসক দলের কিছুই নেই। সাগরদিঘী প্রার্থীকে পুলিশ প্রশাসন এই দলটাকে পরিচালনা করছে। তৃণমূলের কোন নেতার ভোটব্যাঙ্ক নেই।