শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গের ৮ জেলায় পাট্টা বিতরণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কর্ণজোড়া অডিটরিয়ামে এই অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেয় উত্তর দিনাজপুর। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। এই অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেয় উত্তর দিনাজপুর। রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল সহ জেলার অন্যান্য বিধায়ক ও জেলা প্রশাসন।