বন্ধ মধু চা বাগানের শ্রমিকদের শীঘ্র ফাউলাই ভাতা প্রদানের দাবিতে সরব হল পশ্চিমবঙ্গ চা মজুর সমিতি। এদিন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবিতে আলিপুরদুয়ার ডুয়ার্সকন্যাতে শ্রম আধিকারিক কাছে ডেপুটেশন প্রদান করা হয়। তারা অরো দাবি জানান পূর্বের মালিকের লিজ বাতিল করে নতুন মালিকের হাতে বাগান দেওয়া হোক।