বিশ্ব ভ্রাতৃত্ব দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন জলপাইগুড়িতে। রাজযোগিনী দাদি প্রকাশমনিজির ১৮ তম আরোহন দিবস উপলক্ষে সারা বিশ্বের সমস্ত ব্রহ্মাকুমারী সেন্টারে একযোগ যে মেগা রক্তদান শিবিরের আয়োজন চলছে তাতে জলপাইগুড়ি শিল্পসমিতিপাড়া ব্রহ্মাকুমারী সেন্টারও রবিবার বিকেল পর্যন্ত এই রক্তদান শিবিরের আয়োজন করেছে। এদিনের এই রক্তদান শিবিরে অভূতপূর্ব সাড়া পাওয়া যায়। ৭৯ রক্তদাতা রক্তদান করেন। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের রক