ফের মালদার বৈষ্ণবনগর থানা এলাকায় জালনোট উদ্ধার। এবারে প্রায় দুলক্ষ টাকার জালনোট উদ্ধার করল বিএসএফ। যদিও এই ঘটনায় কাউকেই গ্রেপ্তার করা বা আটক করা যায়নি। জানা গেছে, বুধবার গভীর রাতে বেশ কয়েকজনকে মালদার বৈষ্ণবনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের শোভাপুর এলাকায় ঘোরাঘুরি করতে দেখে বিএসএফ-এর ৭১নং ব্যাটেলিয়নের জওয়ানরা। তাই তারা তাদের ধাওয়া করেন। ওই সময় পাচারকারীরা সীমান্তের কাঁটাতার এলাকায় একটি প্যাকেট ফেলে চম্পট দেয়।