বহরমপুর থানার নিয়াল্লিশপাড়া অঞ্চলের উপরডিহা ও নবগ্রামের শিবপুর অঞ্চলের বিলবাড়ির ফুলবাড়ি সংলগ্ন সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের শেষ নেই দুর্ভোগের। একদিনের বৃষ্টিতে আবারো প্লাবিত হলো এলাকা।স্থানীয়দের অভিযোগ সরকারি সাঁকো বন্ধ করে দিয়েছে মৎস্যজীবীরা, ফলের জল না বেরোতে পারার ফলে বর্ষা আসলেই জমে যায় জল। বছরের সিংহভাগ সময়েই ডুবে থাকে এই রাস্তা। দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়ায় জীবনে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে সেই রাস্তায়, এমনকি বিভিন্ন সময় ঘটছে দুর্ঘটনা