আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের বিভিন্ন এলাকায় হাতির হানা অব্যাহত। ওই ব্লকের খাউচাঁদপাড়ায় কখনও জলদাপাড়া জাতীয় উদ্যান এবং কখনও খয়েরবাড়ি ফরেস্ট থেকে বেরিয়ে হাতি হানা দিচ্ছে। ফলে ক্ষয়ক্ষতি লেগেই রয়েছে। ভুট্টার মরশুমে বিঘার পর বিঘা জমির ভুট্টা নষ্ট করেছে হাতি। এবার শুরু হয়েছে ধানক্ষেতে হাতির হানা। ওই সমস্যা নিয়ে রবিবার এলাকার চাষিরা ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ বনদপ্তরে বারবার নালিশ জানানো হলেও হাতির হানা রুখতে পাকাপোক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে