গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় দেড়শোটি টিয়া পাখি উদ্ধার করে বর্ধমান বন বিভাগ। খাঁচাবন্দি টিয়া পাখিগুলি আপাতত বন দফতরের তত্ত্বাবধানে রাখা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর উদ্ধার হওয়া টিয়াপাখিগুলি জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদফতর সূত্রে জানা গেছে।বর্ধমান বিভাগের বনাধিকারিক সঞ্চিতা শর্মা জানান,উদ্ধার হওয়া টিয়া পাখিরগুলি রোজ রিঙ্কড্ প্যারাকিট প্রজাতির। এগুলি বেশিরভাগই বিহার,ঝাড়খন্ডের পাহাড়ি এলাকাত পাওয়া যায়।