ভারতের কোলে দহগ্রামে এসে সভা একদা বংলাদেশের নিষিদ্ধ সংগঠন জামায়েতি ইসলাম। শেখ হাসিনা বাংকাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীনও নিষিদ্ধ ছিল বাংলাদেশী জামায়েতি ইসলাম। এই সংগঠনের মুল এজেন্ডাই ভারত বিরোধী। বাংলাদেশের ছাত্রজনতার কেয়ারটেকার সরকারের আমলে বর্তমানে খোলামেলা সভা সমাবেশ করে চলছেন। তবে মেখলিগঞ্জের আন্তর্জাতিক তিনবিঘা করিডোরের উপর দিয়ে দহগ্রামে গিয়ে তিনবিঘা করিডর নিয়েই আন্দোলন করলো জামায়েত ইসলাম।