খুন না পথ দুঘর্টনা ! রাত থেকে নিখোঁজ থাকার পর সকালে কালভার্টের নীচে জলাশয় থেকে উদ্ধার দুই বন্ধুর দেহ। জলাশয় থেকে উদ্ধার একটি বাইকও। পরিবারের আশঙ্কা খুন করা হয়েছে দুই বন্ধুকে। তবে যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আজ সকালে মোথাবাড়ি থানার শম্ভু মোড়ে কালভার্টের নীচে জলাশয় থেকে রাজু ঘোষ(২৭) এবং বিবেক মণ্ডল(৩০) নামে দুই যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন মোথাবাড়ির মণ্ডল পাড়ার বাসিন্দা ছিলেন।