গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক কিশোরী।ঘটনাটি ঘটে বৃহস্পতিবার পুরশুড়ার বলরামপুরে।মৃতার নাম টুম্পা মালিক(১৭) জানা যায়,রান্না না করাই বাবা কাজ থেকে ফিরে গতকাল তাকে সামান্য বকাবকি করেন।কিছুক্ষণ পর স্নানের জন্য তেল নিতে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ দেখে পর্দা সরাতেই মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাবা।উদ্ধার করে শ্রীরামপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।