পুরুলিয়ার পাড়া ব্লকের আনাড়া গ্রাম পঞ্চায়েতের সোঁয়ার গ্রামে ঢালাই রাস্তার কাজের শুভ সূচনা করা হলো শুক্রবার বেলা ১১ টা নাগাদ। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে জেলা পরিষদের অর্থানুকুল্যে ৫২ লক্ষ টাকা ব্যয়ে সোঁয়ার গ্রামের বাদল মাঝির বাড়ি থেকে কুমড়াজোড় পর্যন্ত প্রায় ৭২৮ মিটার ঢালাই রাস্তার কাজ শুরু করা হলো। এদিন ফিতে কেটে নারকেল ও ফাটিয়ে রাস্তার কাজের শুভ সূচনা করা হয়। উপস্থিত ছিলেন পাড়া পঞ্চায়েত সমিতির সদস্য কালীপদ বাউরী, আনাড়া পঞ্চায