বদরপুরে পুলিশের উপর ঢিল ছুড়ার ঘটনার তীব্র নিন্দা,ধিক্কার জানালেন পৌরসভার চেয়ারম্যান রুবি নাগ। শনিবার করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বনধের সমর্থন জানিয়ে বদরপুর চৌমাথায় জাতীয় সড়ক অবরোধ করে ধরনায় বসেন বদরপুর নবীনচন্দ্র কলেজের ছাত্ররা। পরে পুলিশ বারবার জাতীয় সড়ক মুক্ত করার আহ্বান রাখলেও কলেজ ছাত্ররা উঠেনি। পরে পুলিশ বাধ্য হয়ে হাল্কা লাঠিচার্জ করে জাতীয় সড়ক মুক্ত করে। এতে লাঠিচার্জের সময় পুলিশ ও সাংবাদিককে লক্ষ্য করে ঢিল ছুড়ে কলেজের একাংশ ছাত্ররা।