মঙ্গলবার সকাল আনুমানিক ৬ টা নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারি রেলস্টেশনের কাছে শনি মন্দিরের সামনে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ পরে থাকতে দেখে স্থানীয় ব্যবসাদার ও রেলযাত্রীরা। খবর দেওয়া হয় মেমারি থানা ও আর পি এফ কে। সকাল ৯ টা নাগাদ দেহ উদ্ধার করে নিয়ে যায় বর্ধমান জি আর পি ও শক্তিগড় আর পি এফ। স্থানীয় সূত্রে জানা যায় ব্যক্তিটির বাড়ি সম্ভবত হুগলি জেলার গুড়াপ এলাকায়।