বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে উত্তাল হয়ে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকার নদী ও সমুদ্র । নদী উত্তাল থাকার কারণে মৎস্য দপ্তরের পক্ষ থেকে গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য দপ্তর । মৎস্য দপ্তরের নিষেধাজ্ঞা পাওয়ার পর ফলতা এলাকার মৎস্যজীবীরা হুগলি নদী থেকে বন্দরে ফিরে এসেছে।