দুবরাজপুর থানার পুলিশ আটক করল প্রচুর পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি। দুবরাজপুর থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আশ্রম মোড় থেকে সাতকেন্দুরী যাওয়ার বাইপাস রাস্তায় হানা দেয় এবং সেখানেই একটা টোটো থেকে প্রচুর পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি আটক করে। গ্রেপ্তার একজন। শুক্রবার রাত্রি আটটা নাগাদ দুবরাজপুর থানার পুলিশ সূত্রে এমনটাই জানা গেছে। ধৃতের নাম মিলন দত্ত, বাড়ি যশপুর গ্রামে। জানা গেছে, দুবরাজপুরের দিক থেকে দুবরাজপুর বাইপাস রাস্তা হয়ে যশপুর গ্রামের দিকে যাচ্ছিল।