সম্পত্তির লোভে ৯০ বছরের গর্ভধারিনী বৃদ্ধা মাকে আদালতের কাঠগোড়ায় দাঁড় করালো বৃদ্ধার বড়ো সন্তান । মৃত্যু যাকে হাতছানি দিচ্ছে, সোজা হয়ে দাঁড়াতে পারে না যিনি, তাকে হুইলচেয়ারে বসে শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ আসতে হলো বিলোনিয়া আদালতে। সামাজিক অবক্ষয় আজ কোথায় গিয়ে দাঁড়ালো এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে চারিদিকে। ঘটনা দক্ষিণ জেলার শান্তিরবাজারে । ৯০ বছরের বৃদ্ধা মায়ের নাম উর্মিলা পাটারী। দুই ছেলে এবং চার মেয়ে মিলে ছয় সন্তানের জননী। বাড়ি শান্তিরবা