সাব্রুমের ক্ষুদে বিজ্ঞানীর স্যালাইন সুরক্ষা মডেল — রোগীসেবায় নতুন দিগন্ত বিজ্ঞানের জাদু আবারও দেখা গেল এক ক্ষুদে প্রতিভার হাতে। দক্ষিণ ত্রিপুরার হরিনা এইচএস স্কুলের ছাত্র রোহিত দেবনাথ এমন এক অভিনব সায়েন্স মডেল তৈরি করেছে, যা হাসপাতালে রোগী সেবার ক্ষেত্রে বড় ধরনের সমস্যার সমাধান এনে দিতে পারে। হাসপাতালে রোগীদের চিকিৎসার সময় প্রায়ই দেখা যায়, স্যালাইন শেষ হয়ে গেলে পাইপে ভ্যাকুয়ামের কারণে রক্ত ফিরে আসে। এ ঘটনা রোগীর স্বাস্থ্যের জন্য বিপজ্জনক।